২০১৭ সালের ২৮ অক্টোবর বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ জোড়ামন্দির এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বর্ধমান শহরের প্রাক্তন নামী ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তথা প্রশিক্ষক তুষার ঘোষকে খুন করার ঘটনায় তাঁরই ছেলে কৌশিক ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করলেন বর্ধমান আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অঞ্জন কুমার সেনগুপ্ত।

আদালত সুত্রে জানা গেছে, ঘটনার দিন বাবাকে শ্বাসরোধ করে খুন করে নিজেই বর্ধমান থানায় আত্মসমর্পণ করেন কৌশিক। বাবার কাছ থেকে নিয়মিত টাকা চাইত কৌশিক। দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী তুষারবাবু সবসময় ছেলের চাহিদা মেটাতে পারতেন না। সেজন্য তাঁকে মারধরও করা হত। ঘটনার দিনও টাকা চেয়ে না পাওয়ায় তুষারবাবুকে শ্বাসরোধ করে খুন করে কৌশিক। বৃহস্পতিবার বিচারক উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। কৌশিকের নিজস্ব কোন আইনজীবী না থাকায় তাঁকে লিগ্যাল এইড থেকে আইনজীবী দেওয়া হয়। এদিন বিচারের পর কৌশিকের পক্ষের আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন।

Like Us On Facebook