কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পোষ্যরা চাকরির দাবিতে সোমবার থেকে দুর্গাপুরে ফের অনশনে বসলেন। গত কয়েকমাস ধরে বেশ কয়েকবার বিক্ষোভ ও অনশনে বসেও কোন ফল না পেয়ে সোমবার থেকে পুনরায় মৃত ডিপিএল কর্মীদের পোষ্যরা চাকরির দাবিতে অনশনে বসলেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ পোষ্যরা চাকরির দাবিতে ডিপিএল গ্যামন ব্রীজ ময়দানে বিক্ষোভ দেখান। ২৪ মার্চ ডিপিএল গেটে বিক্ষোভ প্রদর্শন করেন পোষ্যরা। ১৯ এপ্রিল থেকে পোষ্যরা ডিপিএল-এর গেটের সামনে অনশনে বসেছিলেন। খবর পেয়ে দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা ডিপিএল গেটের সামনে পৌঁছে পোষ্যদের বক্তব্য শুনে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ডিপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন সদর্থক সাড়া না পেয়ে পোষ্যরা সোমবার থেকে ফের অনশনে বসেন।
পোষ্যদের অভিযোগ আমরা বার বার বিক্ষোভ প্রদর্শন করছি কিন্তু ডিপিএল কর্তৃপক্ষ আমাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। পোষ্যদের আরও অভিযোগ ডিপিএল কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে পোষ্যদের চাকরি দেবার বিষয়ে টালবাহানা করছে।