প্রশাসক নয়, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাসী। আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে। সোমবার দুর্গাপুরে গান্ধী মোড়ে দলীয় সভায় এসে এই দাবি করেন মন্ত্রী তথা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস অবজারভার অরূপ বিশ্বাস।
অরূপ বাবু বলেন, ‘বিজেপি, আরএসপি, সিপিএম থেকে নেতা-কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শে অনুপ্রণিত হয়ে রাজনীতির রং ছেড়ে সকলেই তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করছেন।
এদিনের সভায় মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও মন্ত্রী মলয় ঘটক, আড্ডার চেয়ারম্যান তাপস ব্যানার্জী, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি দেবু টুডু, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিনের সভায় বিজেপির প্রবীণ নেতা অখিল মন্ডল ছাড়াও কংগ্রেস, আরএসপি, সিপিএম থেকে অনেক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পর্বতারোহী মৃত পরেশ নাথের স্ত্রী সবিতা নাথও তৃণমূল কংগ্রেসে যোগ দেন।