আগামীকাল ভাইফোঁটা। ভাইফোঁটার প্রাক্কালে গন্তব্যে পোঁছাতে দুর্গাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেল। করোনা বিধি লাটে উঠল যাত্রীদের ভিড়ে। শুক্রবার প্রায় সারাদিনই এই দৃশ্য দেখা যায় দুর্গাপুর স্টেশনে। বিভিন্ন ট্রেনে এইভাবেই চলে ভাই-বোনেদের যাতায়াত। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন সবগুলিতেই যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে লোকাল ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বেশি ছিল।
Like Us On Facebook