রাষ্ট্রীয় যুবদিবস উপলক্ষে শনিবার দুর্গাপুরের মিশন হাসপাতালে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোরদের উৎসাহিত করতে বসে আঁকো প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মিশন হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। স্বেচ্ছায় রক্তদাতাদের হাসপাতাল কর্তৃপক্ষ পুরষ্কৃত করে। মিশন হাসপাতালের চেয়ারম্যান তথা বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন ডাঃ সত্যজিৎ বসু এদিন বক্তব্য রাখতে গিয়ে জানান, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোরদের চিকিৎসার ক্ষেত্রে মিশন হাসপাতাল কর্তৃপক্ষ নানান সুবিধা দিয়ে থাকে। জানা গেছে, মিশন হাসপাতাল কর্তৃপক্ষ ৯০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও কিশোরদের নূন্যতম খরচে ডে-কেয়ার চিকিৎসা প্রদান করে।

এদিন ডাঃ সত্যজিৎ বসু জানিয়েছেন, রক্ত সম্বন্ধীয় বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য মিশন হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। জিন ঘটিত রোগ প্রতিরোধের জন্য প্রাক বিবাহ ও গর্ভবতী মহিলাদের জন্য অত্যাধুনিক জেনেটিক টেস্টের ব্যবস্থা রয়েছে হাসপাতালে। এছাড়াও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের সুবিধাও রয়েছে মিশন হাসপাতালে।


Like Us On Facebook