যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। শনিবার দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন স্কুল-কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বামীজির ১৫৭ তম জন্মদিবস বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। দুর্গাপুরের মূল অনুষ্ঠানটি দুর্গাপুর পুরসভার উদ্যোগে সৃজনী পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় সিটি সেন্টারে। সৃজনী পেক্ষাগৃহে দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র, বিভিন্ন কাউন্সিলর এবং মেয়র পারিষদরা স্বামীজির গলায় মাল্যদান করেন।

স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হল পানাগড় রেলপার ট্যাঙ্কি তলায়। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনের পাশাপাশি এলাকার ১০০ জন দুঃস্থ মানুষকে শীতে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড়ের রেলের আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট জনেরা। দুর্গাপুরের বিবেকানন্দ বিকাশ পরিষদও এদিন যথাযথ মর্যাদায় স্বামীজির জন্মজয়ন্তী পালন করে এবং শোভাযাত্রা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসানসোল রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এদিন সকালে আশ্রম মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সুসজ্জিত ট্যাবলো সহযোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের মহারাজরা ছাড়াও পদযাত্রায় অংশ নেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। শোভাযাত্রার আকর্ষণ ছিল স্বামী বিবেকানন্দের সাজে বেশ কিছু শিশু। শোভাযাত্রাটি আসানসোল রামকৃষ্ণ মিশন পর্যন্ত যায়। সেখানে সারাদিন নানান অনুষ্ঠানের মাধ্যমে স্বামিজীকে স্মরণ করা হয়।






Like Us On Facebook