মঙ্গলবার রাতে সহকর্মীদের সঙ্গে পেট্রোলিং ডিউটি করছিলেন উখড়া পুলিশ আউটপোস্টের কনস্টেবল সুব্রত চৌধুরী। আচমকাই তিনি অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। কিছুক্ষণ পর সেখানেই সুব্রতবাবুর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে উখরা পুলিশ আউটপোস্টে।
সোমবার আউটপোস্টে কালীপুজো হয়। আজ বুধবার দুপুরে সেখানে নরনারায়ণ সেবা ও বৃহস্পতিবার আমন্ত্রিত শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠান হওয়ার কথা ছিল। সহকর্মীর মৃত্যুর কারণে সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে আউট পোস্ট সূত্রে খবর। এদিন দুপুরের পর সুব্রতবাবুর মৃতদেহ উখড়া পুলিশ ফাঁড়িতে আনা হয়। সেখানে অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখরা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সহকর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান এসিপি অন্ডাল ওমর আলি মোল্লা, সিআই পিন্টু সাহা, রাণীগঞ্জ ও পাণ্ডবেশ্বরের দুই বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। এরপর সুব্রতবাবুর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।