ভোর রাতে বৃদ্ধের মৃত্যু হয়েছে নিজের বাড়িতে, কিন্তু সারা দিন পার হয়ে গেলেও পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দিলেন পাড়া-প্রতিবেশীরা। করোনা রিপোর্ট না আসা পর্যন্ত প্রতিবেশীরা বৃদ্ধের মৃতদেহ তুলতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। পুলিশ, প্রশাসন এবং দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি পাড়া প্রতিবেশী সহ স্থানীয় মানুষকে বুঝিয়ে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর এলাকায়।

জানা গেছে, মৃতের নাম পরেশনাথ দে (৬৬)। পরেশনাথবাবুর বড় ছেলে ও বৌমা দু’জনেই করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বাড়ির অন্যান্য সদস্যদের সোয়াব রিপোর্ট তখনও আসেনি। তাই মৃতের করোনা রিপোর্ট জানা যায়নি। স্থানীয় মানুষ জানান, মৃতের পাশের বাড়িতেও করোনা আক্রান্তের খবর রয়েছে। এরমধ্যে হঠাৎ করে শুক্রবার ভোররাতে বাড়ির কর্তা পরেশনাথ দে মারা যান। এরপরেই স্থানীয় মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোররাত থেকে বিকেল গড়ালেও স্থানীয় মানুষ ও পাড়াপড়শিরা করোনা রিপোর্ট না জানালে পুলিশ প্রশাসনকে পরেশনাথবাবুর মৃতদেহ সৎকার করতে বাধা দেয় বলে অভিযোগ। এরপরেই পুলিশের আধিকারিকরা, দুর্গাপুর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট উদয় নারায়ণ জানা সহ দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি স্থানীয় মানুষকে বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

Like Us On Facebook