ওলা ক্যাব সংস্থা চার চাকার গড়ি পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলে এবার থেকে বাইক-ট্যাক্সি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল। কিলোমিটার প্রতি মাত্র ৫ টাকা রেট ধার্য করে এই পরিষেবা শুরু করছে দুর্গাপুর শহরে। তবে ওলা এই বাইক-ট্যাক্সি পরিষেবা গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রথমে পরিষেবাটি সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে বলে সংস্থা সূত্রে জানা গেছে।

প্রাথমিক ভাবে পুরুষ ও মহিলাদের যাত্রা পথে বাইক-ট্যাক্সি পরিষেবা দিতে পুরুষ বাইক চালকরা থাকছেন। পরবর্তী সময়ে ওলা সংস্থা মহিলা বাইক চালক নিয়োগ করবেন বলে জানা গেছে। ওলা সংস্থার ক্যাব পরিষেবার সঙ্গে সঙ্গে বাইক-ট্যাক্সি পরিষেবা দেওয়ার কথা শুনে দুর্গাপুর শিল্পাঞ্চলের ওলা ক্যাবের গ্রাহকদের মধ্যে খুশি হাওয়া।

বাইক-ট্যাক্সি পরিষেবা আকর্ষণীয় করতে প্রাথমিক ভাবে কিলোমিটার প্রতি অন্যান্য জায়গায় ১০ টাকা রেট থাকলেও দুর্গাপুর শিল্পাঞ্চলে ওলা গ্রাহকদের জন্য রেট ধার্য হয়েছে কিলোমিটর প্রতি মাত্র ৫ টাকা। পরিবহণের ক্ষেত্রে ওলা ক্যাব পরিষেবা দুর্গাপুরের বুকে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরপর ওলার নতুন স্বল্পমূল্যের বাইক-ট্যাক্সি পরিষেবা যে সকলের নজর কাড়বে সেকথা বলার অপেক্ষা রাখে না।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook