সরকারি স্কুলগুলিতেও শিক্ষক-শিক্ষিকাদের ক্লাসরুমে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দুই বর্ধমানের জেলা শিক্ষা দপ্তর। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর করতে শীঘ্রই প্রশাসনিক নজরদারি শুরু করবে জেলা শিক্ষা কর্তারা। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের উপরও একইভাবে স্কুলে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্ধমান জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক খগেন্দ্র নাথ রায় বলেন, ‘স্কুলে মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশিকা খুব শীঘ্রই জেলার প্রতিটি স্কুলে পাঠানো হবে।’ জানা গেছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার স্কুলগুলিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দুই জেলাতেই স্কুল চলাকালীন শিক্ষকদের অনেককেই ক্লাসরুমে পড়ানোর সময় স্মার্ট ফোনে সোশ্যাল সাইটে বিশেষ করে ফেসবুক ও হোয়াটস্‌অ্যাপের উপর নজর রাখতে দেখা গেছে। একই ভাবে ক্লাসের পঠন পাঠন শিকেয় তুলে ছাত্র-ছাত্রীরাও শিক্ষকদের পথই অনুসরন করছে। অনেক ছাত্র-ছাত্রী মোবাইলের ছবি অসৎ উদ্দেশ্যেও ব্যবহার করছে। এতে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্কুলগুলিরও দুর্নাম হচ্ছে। সব দিক চিন্তা করেই এবার বর্ধমানের শিক্ষা দপ্তর কড়া মনোভাব নিয়েই দুই জেলার স্কুলগুলিতে মোবাইল ব্যবহারের উপর নির্দেশিকা জারি করল।

Like Us On Facebook