ভারতের সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স (এসএই)-এর উদ্যোগে আয়োজিত জাতীয় স্তরের ‘অল টেরেন ভেহিক্যাল’ (এটিভি) তৈরির প্রতিযোগিতায় অংশ নিতে গেল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের তৈরি এটিভি ‘অদম্য’। ২২-২৭ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হবে ‘বাজা-২০১৯’ (উচ্চারিত হয়- ‘বাহা-২০১৯’) নামের এই প্রতিযোগিতা। জানা গেছে, এবার প্রতিযোগিতায় ১২০টি টিম অংশগ্রহণ করছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক টিমকে প্রতিযোগিতার জন্য এটিভি তৈরি করতে ১০ হর্সপাওয়ার, ৩০৫ সিসি ব্রিগস অ্যান্ড স্ট্রাটনের তৈরি ইঞ্জিন দেওয়া হয়।
এনআইটি সূত্রে জানা গেছে, গত দশমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা ‘অদম্য’ তৈরির পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়। বৃহস্পতিবার সেই গাড়ি রওনা দেয় ইন্দোরের উদ্দেশ্যে। এক আসনের অদম্যের বিশেষত্ব হল পেট্রোল চালিত এই বিশেষ ধরনের গাড়িটি অসমতল ও পাহাড় এমনকি বরফ সহ যেকোন প্রতিকুল পরিস্থিতিতে চলতে সক্ষম। চালক যাতে নির্বিঘ্নে গাড়িটি চালাতে পারে তার জন্য চালকের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালকের আসনে তিনটি সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। সঙ্গে চালককে মাথায় হেলমেট পড়তে হবে। এই এটিভি তৈরির সঙ্গে যুক্ত ছাত্রদের দাবি, ছ’ফুট উঁচু থেকে পড়ে গেলেও গাড়ির চালকের কোন ক্ষতি হবে না। গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।
এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অপূর্ব লায়েক বলেন, ‘আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের ছাত্রদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গাড়ি ইন্দোরে অনুষ্ঠিত বাহা প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিতে গেল। ২৫ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ৫ টি বিভাগে ভাগ হয়ে গাড়িটি তৈরি করেছে। গাড়িটি তৈরি করতে প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা খরচ হয়েছে।’ অপূর্ববাবুর আশা, এনআইটির ছাত্রদের তৈরি গাড়ি অদম্য সকলের নজর কেড়ে সেরা স্থান অর্জন করবে। এনআইটির এই রেসিং টিমের সদস্যদের আশা অদম্য বাহাতে এনআইটির নাম উজ্জ্বল করবে।