জাল নিয়োগপত্র এনে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড(ডিপিএল) কারখানায় কাজে যোগ দিতে এসে আটক হল নয়জন কর্মপ্রার্থী। নিয়োগপত্র জাল নিশ্চিত হয়ে ডিপিএল কর্তৃপক্ষ নয় জনকেই দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশের হাতে তদন্তের জন্য তুলে দেয়। শুক্রবার সকালের এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এই নয়জন কর্মপ্রার্থী বাঁকুড়ার ধলভাঙা থেকে আসেন। এদের মধ্যে দু’জন মহিলা। শুক্রবার সকালে এই নয় জন কর্মপ্রার্থী বাঁকুড়া থেকে সোজা ডিপিএল কারখানায় চলে আসেন। এবং সিকিউরিটি রুমে নিয়োগপত্র দেখিয়ে আজ কাজে যোগদানের কথা বলেন বলে ডিপিএল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এরপরেই বিষয়টি ডিপিএল কর্তৃপক্ষের নজরে আসে। নিয়োগপত্রটিতে ডিপিএল কর্তৃপক্ষের কোন আধিকারিকের সই ও নেই বলে জানা গেছে। ডিপিএল কর্তৃপক্ষ নিশ্চিত হয়ে যান এগুলি জাল নিয়োগপত্র। এরপরেই কোক ওভেন থানার পুলিশের হাতে নয়জন কর্মপ্রার্থীকে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ‘আমরা নিশ্চিত কোন প্রতারণা চক্র থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ডিপিএল কর্তৃপক্ষ কখনও এইভাবে কর্মী নিয়োগ করে না। ডিপিএল কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেখানেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবং খবরের কাগজেও বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু বর্তমানে ওয়েবসাইটে বা খবরের কাগজে এই সংক্রান্ত কোন কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই আমরা নিশ্চিত এটি জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে নয়জন কর্মপ্রার্থীকে। এইভাবে কোম্পানির সুনাম নষ্ট হতে দেওয়া যায় না। তাই গোটা প্রতারণা চক্রটি ধরতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে নয়জন কর্মপ্রার্থীকে।’ এদিকে পুলিশ হেফাজতে এসে নয়জন আটক কর্মপ্রার্থী বাঁকুড়ার ধলডাঙার বাপ্পা সিট নামে একজনের কাছ থেকে ডিপিএলের নিয়োগ পত্র পেয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। কোক ওভেন থানার পুলিশ গোটা ঘটনার রহস্য উন্মোচন করতে তদন্তে নেমেছে বলে জানা গেছে।

 

Like Us On Facebook