.

বকেয়া বেতনের দাবিতে কাঁকসার বাঁসকোপা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন প্রায় ১০০ জন তৃণমূল শ্রমিক সংগঠনের শ্রমিকরা। শ্রমিকদের দাবি, তাঁদের মে মাস থেকে বেতন বাকি রয়েছে, মাসে ৫০০০ টাকা করে বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ ৩০০০ টাকা দিতে চাইছে। সেই টাকা না নিয়ে বকেয়া বেতনের দাবিতে এদিন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। বকেয়া বেতন যতদিন না দেওয়া হবে, ততদিন তাঁরা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়াও শ্রমিকরা বলেন, কারখানায় কাজের জন্য কোন রকম সুরক্ষার ব্যবস্থা নেই তাঁদের। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন তাঁদের কাজ করতে হয়। কারখানার গেটের সামনে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।

 

Like Us On Facebook