দুর্গাপুরের বনাঞ্চলে নতুন অতিথির আগমনে বন দফতরে খুশির হাওয়া। নেকড়ের পর এবার নীলগাইয়ের দেখা মিলল দুর্গাপুরের বনাঞ্চল এলাকায়। সম্প্রতি দুর্গাপুরের কাঁটাবেড়িয়া জঙ্গলে নীলগাইয়ের দেখা পায় বনদফতরের কর্মীরা। কাঁকসার গড়জঙ্গলেও দেখা মিলেছে নীলগাইয়ের। নতুন অতিথির আগমনে বনদফতরের খুশির হাওয়া। সঙ্গে এই নীলগাইকে নিয়ে দুর্গাপুরবাসীও কৌতুহলী হয়ে উঠেছে। বনদফতরের দাবি, জঙ্গল বৃদ্ধি পাওয়ায় বন্য প্রাণীদের এই আধিক্য বেড়েছে। বনদফতর সূত্রের খবর, আগেই শিল্পাঞ্চলের জঙ্গলে দেখা মিলেছিল নেকড়ে ও হায়নার। এবার দেখা পাওয়া গেল নীলগাইয়েরও। দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যখন উখরার রেঞ্জার ছিলাম তখন কাঁটাবেড়িয়া এলাকায় নীলগাইয়ের দেখা মেলে।’ জানা গেছে, হরিণ, ময়ুর, সজারু পরিপূর্ণ গড়জঙ্গলে এবার নতুন সংযোজন নীলগাই। বন দফতরের কর্মীরা নীল গাইটির উপর নজরদারি করছেন বলে জানা গেছে।