ফের দুর্গাপুরের নাম উজ্জ্বল করল এক খুদে দাবাড়ু। ১১তম জাতীয় বয়সভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ডার্ড দাবার অনুর্ধ্ব ৭ বিভাগে অষ্টম স্থান অধিকার করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল বিধাননগরের বাসিন্দা ক্ষুদে দাবাড়ু অর্জাহি ভট্টাচার্য্য।

গত ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি তামিলনাড়ুর হোসুর শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৯ রাউন্ডে ৬ পয়েন্ট অর্জন করে অর্জাহি। টুর্ণামেন্টে অংশ নেওয়া অনুর্ধ ৭ বিভাগে ৪৯ দাবাড়ুর মধ্যে অর্জাহি অষ্টম তম স্থান দখল করে। জানা গেছে, সারা রাজ্যে থেকে প্রতিযোগিতার এই বিভাগে দু’জন সুযোগ পেয়েছিল। আগেও স্থানীয়স্তরে বহু পদক জুটেছে দুর্গাপুরের হেমশীলা স্কুলের ক্লাস ওয়ানের ক্ষু্দে মেধাবী ছাত্রী অর্জাহির। তবে জাতীয় স্তরের এই সাফল্য স্বপ্নাতীত ছিল বলে জানান তাঁর চিকিৎসক বাবা-মা। বিভিন্ন পরিকাঠামোগত প্রতিকূলতার মধ্যও মেয়েকে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে জাতীয়স্তরে আরও ভাল ফলের স্বপ্নের বীজ বুনতে শুরু করেছে তাঁর অভিভাবকেরা। আর্জহি জানায়, খুব ছোট থেকেই দাবা খেলার সখ আর সেই সখ এখন প্রতিদিনের ৪-৫ ঘন্টার অভ্যাসে পৌঁছেছে।

Like Us On Facebook