ফের দুর্গাপুর ব্যারেজের গেট মেরামতির জন্য রাতে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের লকগেট ও ব্রিজের রাস্তা মেরামতির জন্য রাতে বন্ধ থাকবে যান চলাচল। ওই দিনগুলিতে রাত ১১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত ব্যারেজের উপরের রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। এর আগেও একাধিকবার দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য বন্ধ হয়েছে রাতে যান চলাচল। সূত্র মারফত জানা গেছে, ১৯ ও ২১ নম্বর লকগেট বদল হবে। দুর্গাপুর ব্যারেজের সেতু দিয়ে আপৎকালীন জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত যান চলাচলে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এমনই নির্দেশিকা জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন।
Like Us On Facebook