অতিরিক্ত গরমের জেরে দুর্গাপুরের সিটি সেন্টার একটি পার্কের জলাশয়ে মরে গেল কয়েক কুইন্টাল মাছ। সোমবার সকালে জলাশয়ে ভাসতে দেখা যায় প্রচুর মরা মাছ। মাছ মরে যাওয়ায় ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে মনে করছেন পার্ক কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষের দাবি, যেভাবে গরম বেড়েছে তাতে জলাশয়ের জল গরম হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই জল ঠান্ডা করার কোন উপায় নেই। গরমের জন্যই মাছগুলি মারা যাচ্ছে। স্থানীয়দের দাবি, মাছ মরে যাওয়ায় জলাশয়ের জল অপরিষ্কার হয়ে উঠেছে পাশাপাশি গন্ধ ছড়াচ্ছে এলাকায়। পার্ক কর্তৃপক্ষ জলাশয়টিকে দ্রুত পরিষ্কার করবেন বলে জানিয়েছেন।
Like Us On Facebook