একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কাঁকসার মলানদিঘি এলাকার ঘটকডাঙ্গা আদিবাসী পাড়ায় ‘ফ্রী হাট’-এর আয়োজন করল। দুর্গাপুরের নব-দিগন্ত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রবিবার কাঁকসার মলানদিঘি অঞ্চলের ঘটকডাঙ্গা গ্রামে বিনামূল্যে কাঁচা সবজির হাট বসানো হয়। যেখানে ওই এলাকার ৪৫ টি পরিবার তাঁদের প্রয়োজন মত কাঁচা সবজি তুলে নেন।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, লকডাউনের জন্য বহু মানুষ অসহায় হয়ে পড়েছেন। সেই সমস্ত মানুষদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে কাঁচা সবজির হাট বসানো হয়। তাঁরা বলেন, ‘লকডাউনে অসহায় মানুষদের অনেকেই খাদ্য সামগ্রী দিচ্ছেন কিন্তু কাঁচা সবজি তাঁরা কিনবেন কিভাবে যদি রোজগার না থাকে? তাই তাঁদের জন্য কাঁচা সবজির হাট বসিয়ে বিনামূল্যে কাঁচা সবজি দেয়া হল।’

Like Us On Facebook