দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বর্ধমান পুরসভার বিদায়ী চেয়ারম্যান ডা. স্বরুপ দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার সকালে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর খোসবাগানস্থিত বাড়িতে হাজির হন। এদিন তাঁর মৃতদেহ বর্ধমান পুরসভায় নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান পুরসভার কর্মী, অফিসার সহ বিদায়ী পুরবোর্ডের সদস্যরাও। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরাও।

উল্লেখ্য, ২০১১ সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর বর্ধমানের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ ডা. স্বরুপ দত্ত তৃণমূল কংগ্রেসে আসেন। ২০১৩ সালে পুরসভার নির্বাচনে তিনি পুরসভার ৩০নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পদে আসীন হন। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নেন। ইতিমধ্যে তিনি শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

Like Us On Facebook