File Photo

কোভিড পরিস্থিতিতে দিল্লির বোর্ডগুলি দশম এবং দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে। রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটিও পরীক্ষা বাতিলের পক্ষে মত দিয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা বিশেষজ্ঞ সহ সকলের মতামত জানতে উদ্যোগী হল। শিক্ষা দফতর ই-মেল মারফৎ ৭ জুন দুপুর ২টোর মধ্যে সকলের মতামত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল।

শিক্ষা দফতর সকলের কাছে জানতে চায় পরীক্ষা নেওয়া হবে কি হবে না। নেওয়া হলে কিভাবে নেওয়া হবে এবং না নেওয়া হলে কিভাবে মূল্যায়ণ করা হবে? এই বিষয়ে মতামত জানাতে pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com ও wbssed@gmail.com ই-মেল আইডিতে সোমবার দুপুর ২টোর মধ্যে যে কেউ তাঁদের মতামত জানাতে পারবেন। জানা গেছে, এবছর প্রায় ২১ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে।

Like Us On Facebook