দুর্গাপুরে ফের আক্রান্ত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। দুর্গাপুরের সিটি সেন্টারের কোর্ট চত্বরে সংবাদ মাধ্যমের কর্মীদের কার্যালয়ের সামনে চারজন যুবকের গাড়ি রাখাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করল সংবাদ মাধ্যমের কর্মীদের। এই ঘটনায় এক বাংলা দৈনিকের সাংবাদিক সঞ্জয় দে সহ চার জন সাংবাদিক আহত হন। তাঁদের মধ্যে সঞ্জয় দের আঘাত গুরুতর। তাঁর চোখের নিচের হাড় ভেঙেছে বলে জানা গেছে। বাকি তিনজন সঞ্জীব সুঁই, সৌমেন বন্দ্যাপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন।

জানা গেছে, চার যুবক সিটি সেন্টারে সংবাদ মাধ্যমের কর্মীদের কার্যালয়ের সামনে বাইক রেখে পাশের একটি হোটেলে খাওয়া দাওয়া করছিল। সাংবাদিকরা বাইকটিকে কার্যালয়ের সামনে থেকে সরিয়ে রাখতে বলায় চার যুবক মারমুখী হয়ে তেড়ে আসেন সাংবাদিকদের উদ্দেশ্য। প্রথমে সাংবাদিক সৌমেন বন্দ্যাপাধ্যায়কে হেলমেট দিয়ে মারধর করতে শুরু করলে সৌমেনকে বাঁচাতে সঞ্জয় দে গেলে তাঁকেও বেধড়ক মারধর করে যুবকরা। এরপর সঞ্জীব সুঁই ও সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁদের বাঁচাতে গেলে তাঁদেরও বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকদের আটক করে। এবং আহত সাংবাদিকদের প্রথমে দুর্গাপুরের মহকুমা হাসপাতাল ও পরে দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসকরা জন্য নিয়ে যাওয়া হয়। সঞ্জয় দেকে সেখানে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় দুর্গাপুরের সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তদের নামে সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা।

Like Us On Facebook