দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত নবদিগন্ত এলাকায় গত কয়েক বছরে পর্যাপ্ত উন্নতি করা হলেও সেখানে রাস্তায় ছিল না কোন পথবাতির ব্যবস্থা। নবদিগন্ত এলাকার মানুষকে অন্ধকারের মধ্যে রাতে যাতায়াত করতে হতো এতদিন। ফলে সন্ধ্যার পরে এলাকার মানুষজন বেশ অসুবিধায় পড়তেন। স্থানীয় মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে পুজোর আগেই এলাকাবাসীকে পথবাতি উপহার দিলেন স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী।
জানা গেছে, নব সগড়ভাঙা থেকে নবদিগন্ত যাওয়ার রাস্তায় এই পথবাতি বসানো হয়েছে। দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে এই আলোর ব্যবস্থা করা হয়েছে। ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অঙ্কিতা চৌধুরীর তৎপরতায় পুজোর আগেই এই স্ট্রিট লাইট দেওয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার এই স্ট্রিট লাইট জ্বালিয়ে উদ্ধোধন করেন অঙ্কিতা চৌধুরী। অঙ্কিতা চৌধুরী বলেন, ‘নব সগড়ভাঙা থেকে নবদিগন্ত যাওয়ার পথে এই স্ট্রিট লাইট বসানোর জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। পুজোর মুখে নবদিগন্তের বাসিন্দাদের জন্য পথবাতির ব্যবস্থা করতে পারায় আমি স্বস্তি বোধ করছি। দুর্গাপুর পুরসভা আমার আবেদনে সাড়া দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।’