মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান উপলক্ষে দুর্গাপুরের সগড়ভাঙায় পুকুর ঘাটে মানুষের ঢল নামল। করোনা আবহে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই চলল মহাসপ্তমীর সকালে পুজোর আনন্দ উপভোগ। করোনা মোকাবিলায় ভিড় এড়ানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বা হাইকোর্টের রায়ের নির্দেশমতো স্বাস্থ্যবিধি মেনে চলার কোন আগ্রহই দেখা গেল না উৎসবের আনন্দে মাতোয়ারা মানুষের মধ্যে। অনেকেই পুজোর আনন্দে আত্মহারা হয়ে সামাজিক দুরত্ব না মেনে বা মুখে মাস্ক না পরেই নবপত্রিকা স্নানের জন্য দল বেঁধে যাচ্ছেন পুকুর ঘাটে।

মহাসপ্তমীর সকালে মানুষের এই বাঁধন হারা আনন্দ উচ্ছ্বাস দেখে সগড়ভাঙার অনেক গৃহবন্দি মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকেই মনে করছেন মহাসপ্তমীর সকালে যদি এইভাবে স্বাস্থ্যবিধি না মেনে পুজো শুরু হয় তাহলে বোঝাই যাচ্ছে পুজোর বাকি দিনগুলিতে পুজো মণ্ডপ গুলিতে কতটা স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা এই জন্য সচেতনতার অভাবই একমাত্র দায়ী।

একই চিত্র দেখা যায় দুর্গাপুরের বিভিন্ন আবাসনগুলির পুজোর নবপত্রিকা স্নানকে ঘিরে। দুর্গাপুরের একটি আবাসন প্রকল্পের শারদোৎসবেও শুক্রবার সকালে নবপত্রিকা স্নানে মানুষের ঢল নামে। অনেকেরই মুখে নেই কোন মাস্ক। করোনা আবহে দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে দেখা যাচ্ছে বাঁধন হারা উচ্ছ্বাস। করোনার কথা মাথায় রেখে কিছুটা সচেতন হয়ে পুজোর আনন্দ করলে সবাই ভাল থাকবে। করোনাসুর ভীড় ভালবাসে, তাই তাকে হারাতে আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে।

 

Like Us On Facebook