লোকসভা নির্বাচনে আমরা বিজেপির টাকার খেলার কাছে হেরে গেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের অনেক আগেই আমাদের সতর্ক করেছিলেন এই বিষয়ে। কিন্তু আমরা বুঝতে পারিনি যে বিজেপি রাতের অন্ধকারে টাকা দিয়ে মানুষের কাছে ভোট কিনে নেবে। এটা আমাদের ব্যর্থতা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব কাঁধে নিয়ে সোমবার দুর্গাপুরে একথা বলেন আসানসোলের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি সোমবার দুপুরে দুর্গাপুর পুরসভার মেয়র, কাউন্সিলররা সহ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে আগামী দিনে দলীয় কর্মসূচি স্থির করতে বৈঠকে বসেন। জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘এদিন বিজেপি নেতারা লোকসভা নির্বাচনের পর রটাচ্ছে যে দুর্গাপুরের ২০ জন কাউন্সিলর ও বিধায়ক বিজেপিতে আসছে। এটা মিথ্যা রটনা মাত্র।’ উল্টে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি দাবি করে বলেন, ‘অপেক্ষা করুন কয়েকদিন পর বিজেপি কর্মীদের মোহভঙ্গ হলে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে।’


Like Us On Facebook