সোমবার দুপুরে আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে উদ্ধার হল মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ঘটক ও তাঁর মেয়ে নিলম ঘটকের মৃতদেহ। এদিন পচাগলা জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আসানসোলে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এলাকার কাউন্সিলর স্বপন ব্যানার্জী বলেন, ‘এদিন দুপুরে এক ব্যক্তি ওই বাড়িতে তরকারি পৌঁছতে এলে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পান। এরপর তিনি দরজায় টোকা দিয়ে কোন সাড়াশব্দ না পেলে আমাকে ফোন করেন। এরপর আমি মলয়বাবুর ভাই অভিজিৎ ঘটককে খবর দিই। ওই সময় মলয়বাবু নবান্নে ছিলেন। অভিজিৎ ঘটক দাদা মলয় ঘটকে ঘটনার ব্যাপারে জানান।’

খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ঘটক(৬৬) ও তাঁর মেয়ে নিলম ঘটকের(৪০) পচা গলা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মহালয়ার দিন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় আসানসোল কোর্টের সিনিয়ার অ্যাডভোকেট তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটকের। ওইদিন আসানসোলের হীরাপুরে দামোদরের ঘাটে তর্পণ করতে গিয়ে পা হড়কে দামোদরে তলিয়ে যান অসীমবাবু।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook