দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব‍্যাঙ্কের মুচিপাড়া শাখাটির স্থানান্তর করে নতুন শাখার শনিবার শুভ সুচনা হল। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি ও দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা নতুন শাখাটির শুভ সূচনা করেন। মেয়র দিলীপ অগস্তি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমবায় সমিতিগুলির দুঃসময়ের মধ‍্যেও নিজেদের দক্ষতায় দক্ষিণবঙ্গের অগ্রণী সমবায় ব্যাঙ্ক হিসাবে নিজেদের জায়গা করে নিয়েছে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব‍্যাঙ্ক। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, একনিষ্ঠভাবে কাজ করলে যে নিজের লক্ষে পৌঁছানো যায় দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব‍্যাঙ্কের কর্মীরা তা করে দেখিয়েছেন। তারই ফলস্বরূপ সমবায় ভুষণ সহ একের পর এক সম্মান অর্জন করেছে এই ব্যাঙ্ক। দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব‍্যাঙ্ক সুত্রে জানা গেছে, মুচিপাড়ার এই নতুন শাখায় ২৪ ঘন্টার এটিএম পরিষেবা পাওয়া যাবে। এদিনের অনুষ্ঠানে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব‍্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান অনুপ কুমার রায়, ভাইস-চেয়ারম্যান অভিজিৎ বসু, ব‍্যাঙ্কের সমস্ত কর্মী ও অধিকারিক সহ দুর্গাপুর ইস্পাত কারখানার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Like Us On Facebook