বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে দুর্গাপুর মহকুমা প্রশাসন অভিযান জোরদার করল। রবিবার কাকভোর থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নেতৃত্বে দুর্গাপুর মহকুমা প্রশাসনের ও পুলিশের শীর্ষ কর্তারা বালি চোর ধরতে কাঁকসার কুনুর নদী সহ অজয় ও দামোদরের বিভিন্ন ঘাটে অভিযান চালান। এদিনের অভিযানে ৩ ব‍্যক্তিকে আটক করা হয়, একি সঙ্গে কয়েকটি ট্রাক্টর, ২৩টি লরি ও বেশ কিছু বালি তোলার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা আটক ব্যক্তিদের ও বাজেয়াপ্ত লরি, ট্রাক্টর ও যন্ত্রাংশগুলির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জানা গেছে অজয়, দামোদরের পর বালি মাফিয়াদের নজর পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ‍কুনুর নদীর উপর। এই নদী থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ গাড়ি বালি চুরি করছে বালি মাফিয়ারা। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনিক অভিযান জোরদার হওয়ায় পরিবেশ প্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Like Us On Facebook