.
যথাযথ মর্যাদায় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল দুর্গাপুরে। শনিবার সকালে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নেতাজিকে স্মরণ করা হয়। এদিন সকালে দুর্গাপুর পুরসভায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি সহ মেয়র পারিষদরা। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে স্থানীয় নবীন পল্লী ও গণতন্ত্র পল্লীর কচিকাঁচাদের মধ্যে পড়াশোনার সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেন। নেতাজির জন্মদিন উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল-মিষ্টি বিতরণ করেন। কাঁকসা থানায় এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। এবং স্থানীয় মানুষকে চকলেট বিতরণ করা হয়। পানাগড় বাজার মিত্র সংঘে এদিন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বসে-আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রায় ১৫০ জন কচিকাঁচা এই প্রতিযোগিতায় অংশ নেয়।