জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তিন ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহির পশড়া গ্রামে। মৃতের নাম সুজিত পোড়েল। অভিযুক্ত তিন ভাইপো অরূপ, বিধান ও সন্তু পোড়েলকে পুলিশ গ্রেফতার করেছে। মৃতের ভাই বড়বৈনান পঞ্চায়েতের সদস্য সরোজ পোড়েল বলেন, পুকুর ঘাটে তিন জনে মদ্যপ অবস্থায় প্রথমে গালিগালাজ করছিল। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়। তারপর অভিযুক্ত তিন ভাইপো লাঠি দিয়ে হঠাৎ করেই মারধর শুরু করে কাকা সুজিতকে। কোন কিছু বুঝে ওঠার আগেই গুরুতর জখম হন কাকা সুজিত পোড়েল এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীরা অভিযুক্ত তিন ভাইপোকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook