জনসংযোগের অসামান্য উদ্যোগ, শিশুমনের বিকাশ ও খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে রায়না থানার উদ্যোগে তৈরি শিশুউদ্যানের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। এছাড়াও নলবাহিত পানীয় জল ও শৌচালয়েরও উদ্বোধন করা হয়। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে বারংবার পুলিশের জনসংযোগের কথা বলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে পুলিশকে সচেষ্ট হবার আহ্বান জানান। সেইমতো জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন এই বিষয়ে বাড়তি আগ্রহ প্রকাশ করেন। ইতিমধ্যেই জনসংযোগ বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে। বিভিন্ন থানা তাদের সামর্থ্য মতো নানান উদ্যোগ গ্রহণ করেছে। টেনিসকোর্ট, খেলাধুলার আয়োজন ও খেলাধুলার সামগ্রী প্রদান, সহ-নাগরিকদের অন্ন, বস্ত্র ও পঠন-পাঠন সামগ্রী বিতরণ সহ রক্তদান শিবিরের আয়োজন। একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার সেই কাজেরই নবতম সংযোজন রায়না থানা চত্বরে শিশু উদ্যান সহ পানীয় জল ও শৌচাগারের উদ্বোধন।থানার পাশে কার্যত পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে এলাকার শিশুদের জন্য এই শিশু উদ্যান তৈরি করা হয়। যে শিশু উদ্যানে রয়েছে শিশুদের খেলার জন্য একাধিক আকর্ষনীয় সব ব্যবস্থা। শিশু উদ্যানে শিশুদের সাথে অভিভাবকদের আগমন ঘটবে ফলে স্থানীয়দের সাথে পুলিশের সম্পর্ক দৃঢ় হবে যা একদিকে যেমন এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পরোক্ষে পুলিশকে সাহায্য করবে ঠিক তেমনই কোনো ক্রাইম ঘটলে সেই ক্রাইম ডিটেক্ট করতে অত্যন্ত সহযোগী হবে বলেই মনে করছে জেলা পুলিশ।

Like Us On Facebook