পূর্ব বর্ধমানের রায়না ২ নং ব্লকের যশাপুর, গোতান গ্রাম পঞ্চায়েতের ৬ নং সংসদের ৭ নং আসনে (বুথ নং ২৭০) শাসক-বিরোধী কোন দলেরই প্রার্থী নেই। তাই যশাপুর গ্রামে জেলাপরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনে ভোট হলেও ভোটই হবে না পঞ্চায়েত-স্তরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রায়না ২ নং ব্লকের বিডিও অনিশা যশ জানান, উক্ত আসনে বিরোধীরা কেউ মনোনয়ন দাখিল না করলেও তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেছিলেন সালমা খাতুন। এই আসনে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। কিন্তু শেষ মূহুর্তে তিনি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। স্বভাবতই ওই আসনে কোন দলেরই প্রার্থী না থাকায় সেখানে ভোট হচ্ছে না। নির্বাচন দফতরের নির্দেশ মতো পরবর্তীতে সেখানে আবার নির্বাচন হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোন কথা না বললেও তিনি ব্যক্তিগত কারণেই মনোনয়ন শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন সালমা খাতুন।

রাজ্যজুড়ে যখন একটা আসন নিয়ে শাসকদলের অন্দরে দড়ি টানাটানি চলছে, শাসক-বিরোধী অভিযোগ-পাল্টা অভিযোগে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ সেখানে দাঁড়িয়ে নিজেদের পঞ্চায়েত আসনে প্রার্থীই নেই! কিছুটা অবাক স্থানীয়রাও।

Like Us On Facebook