২০১৯ সালে রাজ্যের সেরা স্কুলের মর্যাদা যামিনী রায় স্মৃতি পুরস্কার পাচ্ছে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দী হাইস্কুল। ১৩ ডিসেম্বর কলকাতায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই পুরস্কার তুলে দেবেন নেপালি পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হকের হাতে। স্কুলের পরিচ্ছন্নতা, পরিবেশ, পঠন-পাঠনের মান প্রভৃতির বিচারে এই পুরস্কার দেওয়া হয়। রাজ্যে স্কুল শিক্ষার ক্ষেত্রে এই পুরস্কার সর্বোচ্চ।

মঙ্গলবার নেপালি পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হক এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। কলিমূল হক বলেন। ‘নেপালি পাড়া হিন্দী হাইস্কুল ২০১৮ সালে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে। তাছাড়া শিশুদের পঠন-পাঠনের মান উন্নয়নে ২০১৭ সালে শিশু মিত্র পুরস্কারও পায়। মঙ্গলবার রাজ্যের সেরা স্কুল হিসাবে নেপালি পাড়া হিন্দী হাইস্কুল প্রথম পুরস্কার পাওয়ার কথা ঘোষণা হতেই দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দী হাইস্কুলে খুশির ঢেউ আছড়ে পড়ে। জানা গেছে, এই স্কুলের ছাত্রছাত্রীরা সংখ্যা ৩৬২৬ এবং শিক্ষক-শিক্ষিকা আছেন ২৯ জন।


নেপালি পাড়া হিন্দী হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হক

Like Us On Facebook