জামশেদপুরের এক সিকিউরিটি এজেন্সির দুর্গাপুর শাখার ম্যানেজারকে পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। জানা গেছে, ধৃতের নাম সোমনাথ শান্তিকারী। ওই সিকিউরিটি এজেন্সির মালিকদের করা অভিযোগের ভিত্তিতে সংস্থার দুর্গাপুর শাখার ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ দায়ের হতেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ সোমনাথ শান্তিকারীকে রবিবার ওই সিকিউরিটি এজেন্সির দুর্গাপুরের বিধান নগরের ব্যাঙ্ক কলোনির কার্যালয় থেকে গ্রেফতার করে।

সোমনাথ শান্তিকারীর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন এলাকার বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন। প্রায় দুই শতাধিক বেকার যুবক-যুবতী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। সোমবার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্ত সোমনাথ শান্তিকারীকে হাজির করার সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি ওই সিকিউরিটি এজেন্সির মালিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ খাড়া করে বলেন, ‘আমাকে জামশেদপুরে আটকে রাখা হয়েছিল। প্রতারণার মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে। টাকা নেওয়ার সমস্ত রসিদ আমি অফিসে জমা দিয়েছি।’

Like Us On Facebook