দুর্গাপুর নগর নিগমে নির্দিষ্ট সময়ে পুরভোট করার দাবিতে ১৩ টি বাম গণসংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরার হাতে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেন কর্মীরা। এদিন মহকুমাশাসককে দুর্গাপুর নগর নিগমে নির্দিষ্ট সময়ে পুরভোট সহ প্রশাসক নিয়োগ যাতে সরকার  না করে সেই বিষয়টি তুলে ধরেন ১৩ টি গনসংগঠনের কর্মীরা। একই সঙ্গে ভোট পিছিয়ে যাতে মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়গুলিও দলের নেতারা মহকুমা শাসককের কাছে তুলে ধরেন। সংগঠনগুলির পক্ষ থেকে জানান হয়, রক্ষা করো তোমার শহর আমার শহর – এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুরের কলকারখানা বাঁচানো থেকে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে লড়ছে দুর্গাপুরের ১৩ টি বাম গনসংগঠন গত এক বছর ধরে। দুর্গাপুরে ক্রমাগত আন্দোলন করছে দুর্গাপুর নগর নিগমের দুর্নীতির বিরুদ্ধে। দুর্গাপুর নগর নিগমের নিবার্চন চলতি মে মাসে হওয়ার কথা কিন্তু বর্তমান বোর্ডের মেয়াদ পাঁচ বছর অতিক্রান্ত হতে গেলেও নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণের কোন লক্ষণ না দেখে সরকারের প্রশাসক নিয়োগের আশঙ্কায় এবার দুর্গাপুরের ১৩ টি বাম গণসংগঠন ধারাবাহিক আন্দোলনের পথই বেছে নিল বলে বাম গণসংগঠনগুলির পক্ষ থেকে জানানো হল। ১৩ টি গণসংগঠনের আহ্বায়ক  সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, পাঁচ বছর অতিক্রান্ত হতে চলেছে দুর্গাপুর নগর নিগমের কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণের সরকারের কোন সদিচ্ছাই দেখছি না। এটা প্রশাসক নিয়োগের লক্ষণ। আমরা নির্দিষ্ট সময়ে পুরভোট ছাড়া পুরসভায় কোনভাবেই প্রশাসক নিয়োগ করতে দেব না।  পঙ্কজবাবু বলেন প্রয়োজনে বৃহত্তর আন্দোলন করে আমরা প্রশাসক নিয়োগ আটকাবই। সেই বিষয়ে আলোকপাত করতেই আজ আমরা ১৩ টি গণসংগঠনের পক্ষ থেকে মহকুমাশাসককে ডেপুটেশন দিলাম।

Like Us On Facebook