অসমে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর মেয়ে ও নাতির নাম। মঙ্গলবার দুর্গাপুরে এই খবর জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী।

অনিন্দিতা মুখার্জী এনআরসি নিয়ে পক্ষে বা বিপক্ষে কোন মন্তব্য না করে কেবলমাত্র নিজের মেয়ে ও নাতির নাম অসমে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে বাদ যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমার বড় মেয়ে অপরূপার ২০০৯ সালে বিয়ে হয় গুয়াহাটির সম্ভ্রান্ত বর্মণ পরিবারে। মেয়ের শ্বশুরমশাই নগেন্দ্রনাথ বর্মণ হলেন গুয়াহাটি পুরসভার প্রাক্তন কমিশনার। তাঁর ছেলে হিমাংশু বর্মণের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান। মেয়ে ৮ বছরের নাম আয়ুষী। ছেলে ৩ বছরের নাম হৃদাংশু। অসমে সম্প্রতি এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই জানা যায় যে আমার মেয়ে অপরূপা ও নাতি হৃদাংশুর নাম বাদ গেছে তালিকা থেকে। আমরা মেয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট দুর্গাপুর থেকে পাঠিয়েছি। দেখা যাক কি হয়।’

Like Us On Facebook