দুর্গাপুরের সগড়ভাঙায় আগামীকাল, ১ নভেম্বর বিজেপির বড় জনসভাকে ঘিরে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির চরম সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার মঞ্চ বাঁধার কাজ বন্ধ করে দেবার নির্দেশ দেয় স্থানীয় পুলিশ। সভা বন্ধ করতে রাজনৈতিকভাবে লড়ায়ের হুমকি দেয় ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায়। এদিকে বিজেপি কর্মীরাও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সভা করতে বদ্ধপরিকর। এই সভায় বক্তব্য রাখার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়ের। তাই সভা সফল করার চ্যালেঞ্জ নিয়েছে স্থানীয় বিজেপি কর্মীরাও।
মঙ্গলবার গভীর রাতে বিজেপি দলীয় অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিজেপি নেতা মুকুল রায় পুরুলিয়া থেকে ফিরে দুপুরে সগড়ভাঙার মাঠে সভার মঞ্চ বাঁধার কাজের তদারকি করার সম্ভাবনা রয়েছে। এই কথা স্থানীয় বিজেপি কর্মীরা নাকি কোক ওভেন থানায় জানিয়ে দিয়েছেন বলেও জানা গেছে। স্বাভাবিক ভাবেই ১ নভেম্বর বিজেপির সভাকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে চরম দড়ি টানাটানি চলছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির সভা বন্ধ করার দাবিতে বুধবার এলাকায় মিছিল করবে বলে জানা গেছে। অন্যদিকে বিজেপি কর্মীরাও সভাকে সফল করে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। দুই পক্ষের দড়ি টানাটানিতে কার্যত দুর্গাপুরের রাজনৈতিক মহল সরগরম।