বুধবার সর্দার বল্লভ ভাই প‍্যাটেলের ১৪৩ তম জন্মবর্ষিকী দেশজুড়ে সাড়ম্বরে পালন করছে কেন্দ্রীয় সরকার। এদিন গুজরাতে ‌নর্মদা নদীর তীরে লৌহপুরুষের ১৮২মিটারের (৫৯৭ ফুট) বিশালাকার বিশ্বের উচ্চতম মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সর্দার প্যাটেলের জন্মদিবসটি ‘জাতীয় একতা দিবস’ হিসাবে পালিত হচ্ছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে রাজ‍্য বিজেপি কর্মীরাও ‌লৌহপুরুষ সর্দার বল্লভ ভাই প‍্যাটেলের জন্মজয়ন্তী পালন করছেন। দুর্গাপুরের সগড়ভাঙা ও আনন্দ গোপাল মুখার্জি সরণিতে বুধবার সকালে এই উপলক্ষে ‘রান ফর ইউনিটি’ ম‍্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আনন্দ গোপাল মুখার্জি সরণিতে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সহ-সভাপতি মনোহর কোঙার এবং সগড়ভাঙায় পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই একতা যাত্রায় অংশ গ্রহণ করেন।

সর্দার বল্লভ ভাই প‍্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন জাতীয় একতা দিবস পালিত হল দুর্গাপুর ইস্পাত কারখানায়। লৌহপুরুষের জন্মবার্ষিকী পালনের অঙ্গ হিসাবে এদিন ডিএসপির পক্ষ থেকে একতা যাত্রার (রান ফর ইউনিটি) আয়োজন করা হয়।


Like Us On Facebook