দুর্গাপুরের বুকে এই প্রথম জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজ বেঞ্জ দু’দিন ‘অফ-রোড শো’-এর আয়োজন করেছে। শনিবার ও রবিবার দু’দিন দুর্গাপুরের মেনগট সংলগ্ন লিঙ্ক পার্কে এই অফ-রোড প্রদর্শনী হচ্ছে। ইচ্ছুকদের জন্য এখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করেছে সংস্থার কর্মকর্তারা।

সংস্থার কর্মকর্তারা জানান, ৩২ লাখ টাকা থেকে কোটি টাকার বিভিন্ন মডেলের বিলাসবহুল গাড়ি এই প্রদর্শনীতে রয়েছে। সংস্থার কর্মকর্তারা হাতে কলমে মার্সিডিজ বেঞ্জ গাড়ির বিবিধ প্রশিক্ষণ দিয়ে গাড়ি চালিয়ে দেখার সুযোগ করে দিচ্ছেন দুর্গাপুরবাসীকে। যেকোন ধরণের রাস্তায় মার্সিডিজ বেঞ্জ গাড়িকে নিয়ন্ত্রণে রেখে গন্তব্যে পৌঁছতে গাড়ির উন্নত প্রকৌশল টেস্ট ড্রাইভে আসা ব্যক্তিদের হাতে-কলমে দেখিয়ে দিচ্ছেন সংস্থার কর্মকর্তারা। এর জন্য লিঙ্ক পার্কে তৈরি করা হয়েছে বিশেষ ট্র্যাক।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন


Like Us On Facebook