দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হল। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার মন্ত্রী তথা গত লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজয়ী প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী করল। আসানসোলের আদি বাসিন্দা এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরিন্দর সিং আলুওয়ালিয়া ২০১৪ লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে ৯৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়াকে।

তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, এসইউসিআই ও কংগ্রেস দল ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু বিজেপির পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা নেতৃবৃন্দ দলের তৃণমূল স্তরের কর্মীদের লড়াইয়ের দাবির মান্যতা দিতে দলবদলকারী কোন ব্যক্তিত্বকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রার্থী না করার দাবি জানান। সূত্র মারফৎ জানা গেছে, জেলার নেতাদের পছন্দের প্রার্থীকে গুরুত্ব না দিলে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডও ঘটতে পারে বলে আশঙ্কা করে বিজেপি প্রদেশ নেতৃত্ব। শেষমেশ জেলা নেতৃবৃন্দের দাবিকেই শীলমোহর দিয়ে রবিবার দুপুরে বিজেপি নেতৃত্ব বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করে‌।

পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, ‘আমরা খুশি আমাদের প্রার্থী নিয়ে। সুরিন্দর সিং আলুওয়ালিয়া একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রীসভার মন্ত্রী। আমরা আজ থেকেই প্রার্থীর জন্য ময়দানে নেমে প্রচার শুরু করে দেব। আমরা বিরোধীদের পরাস্ত করে লক্ষাধিক ভোটে বিজয়ী হব।’ লক্ষণবাবু বলেন, ‘আগামী কাল বর্ধমানে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে নিয়ে মনোনয়নপত্র জমা দেব আমরা।’ এদিকে, প্রার্থীর নাম ঘোষণা হতেই দুর্গাপুরে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপি কর্মীরা।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

ছবি: সংগৃহীত


Like Us On Facebook