নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সকল শিশু-কিশোরদের এবার আবশ্যিক ভাবে MR(Measles-Rubella) Vaccine নিতে হবে। দেশ থেকে হাম এবং রুবেলা নির্মূল করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর অতিসত্ত্বর শিশু-কিশোরদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। সোমবার দুর্গাপুর পুরসভায় এই বিষয়ে এক জরুরি বৈঠক হয়। দুর্গাপুর মহকুমার সরকারি-বেসরকারি প্রায় ২০০ টি স্কুলকে নিয়ে সোমবার দুপুরে বৈঠক করে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের। ২০২৩ সালের ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের পাশাপাশি দুর্গাপুরের সমস্ত সরকারি-বেসরকারি স্কুলে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চাদের এই টিকা নিতে হবে। স্কুলের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতলেও এই ভ্যাকসিনেশন চলবে বলে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই ভ্যাকসিন নিলে ভবিষ্যতে হাম ও রুবেলার কবল থেকে মুক্তি পাওয়া যাবে। সোমবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর-প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা স্বাস্থ্য আধিকারিকরা, দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরের আধিকারিক দেবব্রত সাহানা সহ অন্যান্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা।