এশিয়ান ইক্যুইপড পাওয়ার লিফটিংয়ে স্বর্ণ জয়ী দুর্গাপুরের গৃহবধূ সীমা দত্ত চট্টোপাধ্যায় শুক্রবার কমনওয়েলথ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিতে নিউজিল্যান্ড পাড়ি দিলেন। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সীমা দত্ত চট্টোপাধ্যায় তাঁর ইভেন্টে অংশ নিতে নিউজিল্যান্ডে পাড়ি দিলেন শুক্রবার। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে রওনা দেন। তাঁকে উৎসাহিত করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক ডা সৌরভ চট্টোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলার কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী। মহকুমা শাসক ডা সৌরভ চট্টোপাধ্যায় বলেন, ‘সীমাদেবী আমাদের গর্ব। সীমাদেবী তাঁর ইভেন্টে উল্লেখযোগ্য ভালো ফল করবে এই আশা রয়েছে আমাদের। তাঁকে উৎসাহিত করতে আমি এয়ারপোর্টে এসেছি।’ সীমা দত্ত চট্টোপাধ্যায় বলেন, ‘আমি আপ্লুত, প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক স্যার আমাকে উৎসাহিত করতে আসার জন্য। এই উৎসাহ উদ্দীপনা আমাকে সাফল্যের পথে অনেকটা এগিয়ে রাখবে।’

Like Us On Facebook