কেক কেটে, ভুরি ভোজনে ছেলের জন্মদিন সেলিব্রেশন তো আছেই। তার আগে প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন সমাজসেবী সুলতা দাস। বুধার দুর্গাপুর মহকুমা ব্লাড ব্যাংকে আয়োজিত ‘মা’র জন্য রক্তদান’ শীর্ষক স্বেচ্ছা রক্তদান শিবিরে দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণানগরের বাসিন্দা সুলতা দাস স্বেচ্ছায় রক্তদান করে মহান কাজে নিজেকে নিয়োজিত করলেন।

বুধবার দুর্গাপুর অন্নপূর্ণানগর বিবেকানন্দ প্রগতি সোসাইটির উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, এই রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবী সংস্থা দুর্গাপুর অন্নপূর্ণানগর বিবেকানন্দ প্রগতি সোসাইটি সম্পাদিকা সমাজসেবী সুলতা দাস ছেলের জন্মদিনকে স্মরণীয় করতে স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে সোসাইটির আরও ১২ জন মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook