দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর আহত অমিতাভ সেনকে বুধবার উন্নত চিকিৎসার জন্য কলকাতার বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হল। দুর্গাপুরের গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা চলার পর বুধবার অমিতাভ সেনকে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবার বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ্য, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার পাটশাওড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এরপরেই এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। বোমাবাজি হয়। সেই অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুর থানা ঘেরাও করে। সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেনের নেতৃত্বে ফরিদপুর থানার ওসি অনির্বাণ বসু সহ ফরিদপুর থানার পুলিশ ১৭ জুন রাতে পাটশাওড়া গ্রামে অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতার করতে গেলে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। পরস্পর বিরোধী অভিযোগ তুলে পাটশাওড়া গ্রাম রণক্ষেত্রের চেহারা নেয়। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি ও ইট বৃষ্টি কর বলে অভিযোগ। এই ঘটনায় ওসি অনির্বাণ বসু সহ অন্যান্য পুলিশ কর্মীরা কমবেশি আহত হলেও সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেনের মাথায় গুরুতর আঘাত লাগে। সেই রাতেই আহত পুলিশ আধিকারিকদের তড়িঘড়ি হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। অমিতাভ সেনকে ভেন্টিলেশনে রাখা হয়। ওসি অনির্বাণ বসু ও এএসআই বুদ্ধদেব গায়েনকে কয়েকদিন চিকিৎসার পর ছেড়ে দিলেও প্রায় তিন সপ্তাহ অমিতাভ সেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর বুধবার অমিতাভ সেনকে হেল্থ ওয়াল্ড হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অমিতাভ সেনের গোটা পরিবার তাঁর সঙ্গে ছিলেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook