পরীক্ষা ছিল তাই অনলাইন গেম খেলতে নিষেধ করেছিলেন মা, সেই অভিমানে আত্মঘাতী হল এক কিশোর। দুর্গাপুরের ঘটনা। রবিবার বেলা বারোটা নাগাদ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়‌ দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত কিশোরের নাম রাস রাউৎ। দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন নতুনপল্লী এলাকার বাসিন্দা। রাস দশম শ্রেণির পড়ুয়া ছিল। বাবা ট্রাক চালক।

অভাবের সংসারে বাবা-মা কষ্ট করে ছেলেকে বেসরকারি স্কুলে ভর্তি করেছিলেন। সামনে পরীক্ষা, তাই মা ছেলেকে মোবাইল রেখে পড়ার কথা জানালে ছেলে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সারা না মেলায় দরজা ভাঙতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার ময়নাতদন্ত হয়।

Like Us On Facebook