দুর্ঘটনায় মৃত্যু হল এক খনি শ্রমিকের। উৎপাদন বন্ধ রেখে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান সহকর্মীরা। রবিবার ঘটনাটি ঘটে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার সোনপুর বাজারি প্রজেক্টে। মৃত শ্রমিকের নাম চিন্ময় ঘোষ (৪২)। জানা গেছে, রবিবার পাণ্ডবেশ্বর এরিয়ার সোনপুর বাজারি প্রজেক্টে দুর্ঘটনায় মৃত্যু হয় চিন্ময় ঘোষ নামে এক শ্রমিকের। মৃত চিন্ময়বাবুর বাড়ি সোনপুর গ্রামে। তিনি খনির ব্লাস্টিং সেকশনে কর্মরত ছিলেন।
জানা গেছে, আজ বেলা বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাজ করার সময় ভারী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিন্ময়বাবুর বলে সহকর্মীদের দাবি। ঘটনার খবর চাউর হতেই প্রজেক্ট চত্বরে উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান চিন্ময়বাবুর সহকর্মীরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক তথা তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসি-র মহাসচিব হরেরাম সিংহ। দুর্ঘটনার তদন্ত, মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে চাকরি ও ইসিএলের নিয়ম অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। কর্তৃপক্ষ দাবি মেনে নিলে উঠে যায় বিক্ষোভ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ।