কলেজের অচলাবস্থা কাটানোর দাবিতে মালদার গনিখান চৌধুরী ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র-ছাত্রীরা দুর্গাপুরের এনআইটি গেটে অবস্থান আন্দোলনে বসে মশার হামলায় জেরবার। সারাদিন এনআইটি গেটে অবস্থান আন্দোলনের পর সূর্য্য ডুবলেই খোলা আকাশের নীচে মশার আতঙ্কে দিশাহারা হয়ে পড়ছে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা। মশার দল ঝাঁকে ঝাঁকে এসে ছাত্রছাত্রীদের ক্লান্ত শরীরের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে। কোন রকমে এক টুকরো চাদরে মাথা, মুখ বাঁচালেও হাত পা ফুলে ঢোল সকলের। কলেজ স্বাভাবিক করার আন্দোলনে এসে ছাত্র-ছাত্রীরা মশা বাহিত রোগের আতঙ্কে এখন দিশাহারা। আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা এনআইটি কর্তৃপক্ষের দ্বিচারিতার সাথে সাথে অমানবিকতার অভিযোগও করে। আন্দোলনরত ছাত্রী বিহারের বাসিন্দা নিশা যাদব ও প্রেক্ষা কুমারীর অভিযোগ আমরা আন্দোলন করছি বলে এনআইটি কর্তৃপক্ষ আমাদের শৌচালয় ব্যবহার করতে দিচ্ছেন না। রাতের অন্ধকারে ঝুঁকি নিয়েই আমরা মহিলারা ২০ টাকা দিয়ে অটো-টোটোতে সিটি সেন্টারে গিয়ে সুলভ শোচালয় ব্যবহার করছি। তাও অনেক সময় জুটছে না। নিশা, প্রেক্ষার মত আরো অনেক ছাত্রী একই অভিযোগ করে। অন্দোলনরত ছাত্র নাসিম, আসিম, হায়দার, সাদিকু্ল্লাদের আরো অভিযোগ এনআইটি গেটের সামনে থেকে আমাদের উঠে যেতে এনআইটি কতৃপক্ষ আশ্বাসের পরিবর্তে চাপ দিচ্ছেন। যেকোন বাধা অতিক্রম করে কলেজ স্বাভাবিক করাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। পড়ুয়ারা জানায়, আগের আন্দোলনের পর কলেজ খুললেও ক্লাস শুরু হয়নি, রেজিস্ট্রেশন ও অ্যাডমিশনও হয়নি।