নারীদিবসকে সামনে রেখে দুর্গাপুরের আসন্ন পুরনির্বাচনের প্রচার পর্ব কার্যত শুরু করতে চলেছে দুর্গাপুর জেলা তৃনমূল কংগ্রেসের মহিলা সেল। ৮ মার্চ বিশ্ব নারীদিবসে দুর্গাপুরের প্রতিটি ব্লকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পগুলিকে তুলে ধরতে চান তৃনমূল মহিলা সেলের কর্মীরা। কন্যাশ্রী, সবুজসাথী, সাস্ব্যসাথী, আইসিডিএস, মহিলা নিরাপত্তা সহ মহিলাদের উন্নয়নের জন্য নেওয়া রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আজ কতটা মহিলাদের পথ চলার পাথেয় সেই দিকটিই পুরনির্বাচনে প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার তৃনমূল কংগ্রেসের। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত জেলা তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ে দু্র্গাপুর জেলা তৃনমূল কংগ্রেসের মহিলা সেলের সভানেত্রী মিনতি হাজরা মহিলা কর্মীদের নিয়ে এক উচ্চস্তরের বৈঠক করেন। বৈঠকে দলীয় মহিলা কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। মহিলা সেলের সভানেত্রী মিনতি হাজরা বলেন আন্তর্জাতিক নারীদিবসে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের বিকাশের মানবিক মুখই সকলের কাছে তুলে ধরতে চাই। পুরনির্বাচনেও দুর্গাপুর জয় করতে একই ভাবে নারী কল্যানে মুখ্যমন্ত্রীর মুখই যে তুলে ধরা হবে সে কথা স্বীকার করেন মহিলা সেলের সভানেত্রী মিনতিদেবী।