bhiringhee-kali2বর্ধমান জেলার অন্যতম প্রাচীন মন্দির দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে সোমবার মহাসমারোহে ভিড়িঙ্গী শ্মশানকালী মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃ আরাধনা করছেন ভক্তরা। আজ মাঝ রাতে মূল পুজো অনুষ্ঠিত হবে। পুজোর পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। মহোৎসব উপলক্ষ্যে মন্দিরে আজ দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে।

দুর্গাপুরের ইতিহাসের সঙ্গে এই মন্দিরের সর্ম্পক ওতপ্রোত ভাবে জড়িত। ১৬৫ বছর আগে পরাধীন ভারতের একটি অখ্যাত গ্রাম ভিড়িঙ্গীতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। পরাধীন ভারতে মাতৃ সাধনার এক পীঠস্থান ছিল এই মন্দির।

আজ মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম উপলক্ষ্যে প্রশাসন থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। মন্দিরের আশপাশে পুলিশি টহল চলছে।

bhiringhee-templeভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের সেবাইত সাধন কুমার রায় বলেন,”প্রতিবছরই লক্ষাধিক ভক্তের সমাগম হয় মায়ের মহোৎসবে। এবারও প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। দেশ-বিদেশ থেকে মাতৃ আরাধনায় ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে। নিশিরাত্রে মূল পুজোর পর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।”

মাতৃ আরাধনায় যোগ দিতে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সত্যম বন্দ্যোপাধ্যায় সুদূর আমেরিকা থেকে সপরিবারে ছুটে এসেছেন মায়ের মহোৎসবে। তিনি বলেন,”আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটির। তাই মায়ের পুজোতে ছুটে আসা। বছরে একবারই দুর্গাপুরের বাড়িতে ফিরি শুধু ভিড়িঙ্গী মায়ের টানে।”