সমস্ত প্রতিক্ষার শেষ বৃহস্পতিবার রাত আটটা কুড়ি নাগাদ, পর্বতারোহি পরেশ নাথ ও গৌতম ঘোষের নশ্বর দেহ কাঠমান্ডু থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমান বন্দরে যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পর্বতারোহিরা শ্রদ্ধা জানান। তারপর দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পরেশ নাথের দেহ নিয়ে দুর্গাপুরের উদ্দেশ রওনা হয়। রাতে দুর্গাপুরে পৌঁছে ডিএসপি হাসপাতালের মর্গে দেহ রাখা হবে।

শুক্রবার সকালে প্রথমে পরেশ নাথের বাড়িতে পরেশ নাথের দেহ নিয়ে যাওয়া হবে। পরেশ নাথের স্ত্রী সবিতা নাথ ও একমাত্র শিশু পুত্র পরেশ নাথকে শেষ শ্রদ্ধা জানাবে। তারপর পরেশ নাথের নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফিসে, সেখানে বেশ কিছুক্ষণ দেহ রাখা হবে সকলে যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর বীরভানপুর মহা শ্মশানে পরেশ নাথের শেষকৃত্য সম্পন্ন হবে।

Like Us On Facebook