চার্জে বসিয়ে অ্যান্ড্রয়েড ফোনে কথা বলার সময় চার্জার কেবেলে শর্ট-সার্কিট থেকে ফোনে আগুন ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনায় ঘরের বিছানায় আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির দেশবন্ধু নগরে। গুরুতর আহত ওই যুবতীকে পড়শিদের চেষ্টায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ভর্তির কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবতীর নাম রিয়া বন্দ্যোপাধ্যায়(২২)। সামনের মাসেই রিয়ার বিয়ে ঠিক হয়েছিল বলে জানা গেছে। দুর্গাপুরের ফরিদপুরের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। রিয়ার বাবা শ্যামল বন্দ্যোপাধ্যায় ঠিকা কর্মী। মা ছবি বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পুরসভার অঙ্গনওয়াড়ির কর্মী। পড়শিদের কাছ থেকে মেয়ের পুড়ে যাওয়ার খবর পেয়ে ছবিদেবী মহকুমা হাসপাতালে ছুটে আসেন। সম্প্রতি নার্সিং প্রশিক্ষণ সমাপ্ত করেছিলেন রিয়া বন্দ্যোপাধ্যায়। একজন প্রতিষ্ঠিত নার্স হয়ে রোগীদের সেবা করার মনস্থির করেছিলেন দুর্গাপুরের রিয়া। কিন্তু চার্জে বসিয়ে মোবাইলে কথা বলাই কাল হল রিয়ার। শর্ট-সার্কিট থেকে মোবাইলে আগুন ছড়িয়ে পড়লে আগুনে মুখ সহ শরীরের ৯০ শতাংশ পুড়ে মুত্যু হল রিয়ার। রিয়ার অকাল মৃত্যুতে রিয়ার মা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন।



Like Us On Facebook